শান্তিপূর্ণভাবে আমতলী পৌরসভা নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণভাবে আমতলী পৌরসভা নির্বাচন সম্পন্ন

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে আমতলী পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মেয়র পদে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা কেন্দ্র ঘুরে দেখা গেছে, মানুষ ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়ে আছে। সকাল ১০ টায় ২’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সকাল সাড়ে ১১ টায় ২নং ওয়ার্ডের আমতলী একে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গিয়ে দেখা গেছে ৪’শ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটার বশির উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এমন সুন্দরভোট গত ১০ বছরে দেইনি। দুপুর দেড়টায় ৪ নং ওয়ার্ডের আমতলী বন্দর মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখাগেছে, মানুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটার আজম চৌধুরী বলেন, উৎসর মুখর পরিবেশে ভোট দিয়েছি। ৮নং ওয়ার্ডের বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। পৌর নির্বাচনে ৬টি ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর ও ৯ টি ওয়ার্ডে ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। বে-সরকারীভাবে যারা কাউন্সিলর নির্বাচিত হলেন ২ নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম সেলিম পন্চায়েত, ৪ নং ওয়ার্ডে মোঃ রিয়াজ মৃধা, ৫ নং ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন ফরহাদ, ৬ নং ওয়ার্ডে আবুল বাশার রুমি, ৭ নং ওয়ার্ডে সামসুল হক চৌকিদার, ৮ নং ওয়ার্ডে কালু মিয়া। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লিপি বিশ্বাস, ফরিদা ইয়াসমিন ও মাকসুদা আক্তার বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এরপূর্বে মেয়র পদে মোঃ মতিয়ার রহমান ও কাউন্সিলর পদে মোঃ হাবিবুর রহমান মীর, জাহিদুল ইসলাম জুয়েল ও জিএম মুছা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌরসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্ধিতা করেছে তাদের সবাইকে সাথে নিয়ে কাজ করবো। আমতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করতে সকলের সহযোগিতা প্রয়োজন । তিনি আরো বলেন, আমতলী পৌরসভা হবে মাদক ও সন্ত্রাস মুক্ত পৌরসভা। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা রির্টানিং অফিসার দীলিপ কুমার হাওলাদার বলেন, আমতলী পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে শতকরা ৬৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।